অফস্পিনারদেরও সুদিন ফিরবে : হরভজন
বর্তমানে বিশ্ব ক্রিকেটের আনাচে কানাচে সব জায়গায় চলছে লেগস্পিনারদের জয়জয়কার। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে শুরু করে অভিজাত টেস্ট ক্রিকেট, সবখানেই কব্জির মোচড়ে ম্যাচের দখল নিজেদের হাতে নিয়ে নেন লেগস্পিনাররা।
লেগস্পিনারদের আধিপত্যের ভিড়ে অসহায় হয়ে পড়েছেন হালের অফস্পিনাররা। আঙুলের জাদুতে ব্যাটসম্যানদের নাজেহাল করতে কম যান না অফস্পিনাররাও। কিন্তু বর্তমান সময়ে বিশ্বজুড়ে লেগস্পিনারদের জয়জয়কারে একপ্রকার কোণঠাসাই হয়ে আছেন অফস্পিনাররা। তবে ভারতীয় অফস্পিনার হরভজন সিংয়ের মতে, শীঘ্রই আলোচনায় আসবেন অফস্পিনাররাও।
মাঝের সময়টায় লেগস্পিনারদের অভাবে সব দল অফস্পিনার খেলাতো বলেই ব্যাটসম্যানরা অফস্পিন বোলিংয়ের বিপক্ষে অভ্যস্ত হয়ে গেছেন বলে মন্তব্য করেন হরভজন। ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘আমার মতে বর্তমানে ব্যাটসম্যান অনেক বেশি অফস্পিন খেলে অভ্যস্ত হয়ে পড়েছে। যার কারণে লেগস্পিনাররা এসেই তাদের অভিনব কৌশলে সফল হয়ে যাচ্ছে। তবে এটা শুধু একটা ধাপ মাত্র। যখন দেখবেন সবাই লেগস্পিনারদের রহস্যভেদ করে ফেলবে, তখন আবার অফস্পিনাররাই শাসন করবে।’
অফস্পিনারদের সোনালি সময় ফিরিয়ে আনার জন্য বেশ কিছু পরামর্শও দেন তিনি। অফস্পিনারদের নিজেদের তূনে নতুন অস্ত্র সংযোজন করতে হবে বলে মনে করেন হরভজন, ‘সাধারণত একজন লেগস্পিনার ৩-৪ ধরনের ডেলিভারি করতে পারদর্শী। অন্যদিকে অফস্পিনাররা সর্বোচ্চ ২ বা ৩ টি ভেরিয়েশন দিতে পারে। ছোট ফরমেটে সফল হতে আপনার অনেক স্কিল থাকতে হবে। উইকেট নেয়াই থাকবে মূল লক্ষ্য। তবে উইকেট না পেলেও যাতে রান আটকে রাখতে পারেন আপনি।’
ভারতের জার্সি গায়ে একমাত্র অফস্পিনার হিসেবে টেস্টে ৪০০’র বেশি উইকেট নিয়েছেন হরভজন। ১০৩ টেস্ট খেলে ৪১৭টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন তিনি। এছাড়া ২৩৬ ওয়ানডেতে ২৬৯ এবং ২৮ টি-টোয়েন্টিতে ২৫টি উইকেট রয়েছে তার।
এসএএস/এমএমআর/আরআইপি