আইপিএলের সাকিবের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৮ মে ২০১৮

দীর্ঘ সাত বছর কলকাতায় কাটানোর পর চলতি মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে নাম লেখান সাকিব। দলটির হয়ে এখন পর্যন্ত সব ম্যাচেই মাঠে নেমেছেন এই অলরাউন্ডার। কখনো ব্যাটে আবার কখনো বলে দলের জয়ে রাখছেন অবদান।

সোমবার ব্যাঙ্গালুরুর বিপক্ষে ব্যাট ও বল হাতে দারুণ পারফরমেন্স করে দলকে এনে দিলেন দারুণ জয়। আর এ জয়ে এরই মধ্যে প্রথম দল হিসেবে প্লে-অফও নিশ্চিত করেছে তার দল।

এদিকে জয়ের এ ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন সাকিব। আইপিএলে প্রথম বাঁ-হাতি বিদেশি স্পিনার হিসেবে ৪০০টি ডট বল দেয়া স্পিনার এখন টাইগার এই অলরাউন্ডার।

এখন পর্যন্ত আইপিএলের আসরে এই নিয়ে ১৩তম বিদেশি হিসেবে ৪০০টি ডট বল দিয়েছেন সাকিব। আর সব মিলিয়ে ৪৩তম বোলার এবং চতুর্থ বিদেশি স্পিনার হিসেবে এই কীর্তিতে নাম লেখালেন তিনি।

উল্লেখ্য, ব্যাঙ্গালুরুর বিপক্ষে দলের জয়ের ম্যাচে ব্যাট-বলে সমান অবদান রেখে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব। ব্যাট হাতে খেললেন ৩৫ রানের দুর্দান্ত ইনিংস। এরপর বল হাতেও আলো ছড়ান এই তারকা। তুলে পার্থিব প্যাটেল ও বিরাট কোহলির উইকেট।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।