সাকিব সবসময়ই আন্ডাররেটেড খেলোয়াড় : লক্ষ্মণ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ এএম, ০৮ মে ২০১৮

দলের প্রয়োজনে ব্যাট হাতে খেললেন ৩৫ রানের দুর্দান্ত ইনিংস। এরপর বল হাতেও আলো ছড়ালেন। পার্থিব প্যাটেল ও বিরাট কোহলিকে ফেরালেন সাজঘরে। টাইগার এই তারকার এমন দুর্দান্ত পারফরমেন্সে হায়দরাবাদ জয় পেয়েছে ৫ রানে। শুধু তাই নয় নিশ্চিত করেছে প্লে অফ খেলাও।

ম্যাচ শেষে হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ সাকিবের প্রশংসায় পঞ্চমুখ। জানালেন হায়দরাবাদের বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড।

সাকিবের প্রশংসা করে লক্ষ্মণ বলেন, ‘সাকিব প্রায়ই দুটি করে উইকেট নিচ্ছে, রান চেক দিচ্ছে। সে অনেক ঠান্ডা মেজাজের। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সেই সবচেয়ে আন্ডাররেটেড।’

এছাড়া হায়দরাবাদের প্রত্যেক বোলারকেই আক্রমণাত্মক উল্লেখ করে লক্ষ্মণ আরও বলেন, ‘আমাদের পাঁচজনই অ্যাটাকিং বোলার। এটাই আমাদের প্লাস পয়েন্ট।’

উলেখ্য, এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে হায়দরাবাদ। আর সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেল কোহলিরা।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।