টসে জিতে ফিল্ডিংয়ে পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৬ মে ২০১৮

ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। টুর্নামেন্টে টিকে থাকতে জয় ব্যতীত অন্য কিছু ভাবার সুযোগ নেই রাজস্থানের সামনে, অন্যদিকে গেইল-রাহুলদের সামনে লক্ষ্য হচ্ছে জয়ের ধারায় ফেরার।

পরপর চার ম্যাচে জয় পাওয়া পাঞ্জাব, হেরেছে তাদের সর্বশেষ দুই ম্যাচে। জয়ের ধারায় ফিরতে মরিয়া পাঞ্জাব নিজেদের একাদশে পরিবর্তন এনেছে একটি। অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বদলে ডাক পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মনোজ তিওয়ারী। অন্যদিকে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক ঘটছে ৩০ বছর বয়সী পেসার আনুরিত সিংয়ের।

পাঞ্জাবের একাদশে সুযোগ পাওয়া চার বিদেশি হলেন, ক্রিস গেইল, মার্কাস স্টোইনিজ, মুজিবুর রহমান এবং অ্যান্ড্রু টাই। অন্যদিকে রাজস্থানের চার বিদেশি খেলোয়াড় হলেন জশ বাটলার, ডি’আরকি শর্ট, বেন স্টোকস এবং জোফরা আর্চার।

রাজস্থান একাদশ : জশ বাটলার, ডি’আরকি শর্ট, আজিঙ্কা রাহানে, সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাথি, কৃষ্ণাপ্পা গোথাম, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, আনুরিত সিং এবং জয়দেব উনাদকাত।

পাঞ্জাব একাদশ : ক্রিস গেইল, লোকেশ রাহুল, করুন নায়ার, মায়াঙ্ক আগারওয়াল, মনোজ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন, আক্ষর প্যাটেল, অঙ্কিত রাজপুত, মার্কাস স্টোইনিজ, মুজিবুর রহমান এবং অ্যান্ড্রু টাই।

এসএএস/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।