ক্রিকেটকে বিদায় বলছেন তিনবারের অ্যাশেজজয়ী ট্রট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৪ মে ২০১৮

চলতি মৌসুমের শেষেই ক্রিকেটকে বিদায় বলছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জোনাথান ট্রট। বৃহস্পতিবার বিকেলে তার কাউন্টি দল ওয়ারউইকশায়ার নিশ্চিত করেছে, ১৭ বছরের ক্যারিয়ারের শেষ জানিয়ে দিয়েছেন তিনবারের অ্যাশেজজয়ী এই ক্রিকেটার।

৩৭ বছর বয়সী ট্রট ২০০২ সালে ওয়ারউইকশায়ারে যোগ দেন। ২০০৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৫২টি টেস্ট। ডানহাতি এই ব্যাটসম্যান ছিলেন ২০০৯, ২০১১ এবং ২০১৩ সালের অ্যাশেজজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য।

ওয়ারউইকশায়ারের স্পোর্ট ডিরেক্টর এবং সাবেক ইংল্যান্ড স্পিনার অ্যাশলে জাইলস ট্রটকে বিদায়ী শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘২১ শতকে ইংল্যান্ড এবং ওয়ারউইকশায়ারের হয়ে খেলা গ্রেটেস্ট ব্যাটসম্যানদের মধ্যে থাকবেন ট্রটি। তার মাঠ এবং মাঠের বাইরের অসামান্য অবদানের বিষয়গুলো আমরা মিস করব। তবে তার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।