সারের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ড যাচ্ছেন কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ এএম, ০৪ মে ২০১৮

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট না খেলে আগামী মাসে ইংল্যান্ডে কাউন্টি খেলতে চান কোহলি। আর এ সিদ্ধান্ত নিয়েই শুরু হয় সমস্যার। বোর্ডের কয়েকজন কর্তাও মনে করছেন, এমন করলে আফগানিস্তানকে অসম্মান করা হবে। আরেক পক্ষ বলছে, সামনে ইংল্যান্ড সফর আছে। তাই ভারতীয় অধিনায়কের কাউন্টিতেও খেলা উচিত।

তবে সমস্যার সমাধান হয়েছে। কোহলিকে কাউন্টি খেলার অনুমতি দিয়েছে বিসিসিআই। আর লম্বা সময়ের গুঞ্জন শেষে কাউন্টি দল সারের সঙ্গে চুক্তিও করে ফেলেছেন কোহলি।

কোহলির সঙ্গে চুক্তি নিয়ে সারে দলের ক্রিকেট ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট জানান, ‘বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় তারকা কোহলির সঙ্গে চুক্তি সম্পন্ন করে আমরা অভিভূত। তার সঙ্গে খেলতে এবং অনুশীলন করতে পারাটা আমাদের ক্রিকেটারদের জন্য অবশ্যই সৌভাগ্যের।’

এদিকে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কোহলি। এক সাক্ষাৎকারে জানান, ‘আমার অনেক দিনের ইচ্ছা কাউন্টি খেলা। শেষ পর্যন্ত টা সত্যি হয়ে যাচ্ছে। অ্যালেক স্টুয়ার্ট এবং সারে দলের প্রতি আমি কৃতজ্ঞ। ওভালে যোগ দিতে আমার তর সইছে না।’

এদিকে কোহলি ছাড়াও ইয়র্কশায়ারের হয়ে খেলতে পারেন চেতেশ্বর পূজারা ও সাসেক্সের হয়ে মাঠে নামতে পারেন পেসার ইশান্ত শর্মা। ভিনোদ রায় জানিয়েছেন, ‘আফগানিস্তান সিরিজের জন্য পূজারাকেও ফেরত আনা হবে না। কেননা ভারতের কাছে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের চেয়ে ইংল্যান্ড সফর বেশি মর্যাদার।’

উল্লেখ্য, আগামী ৩ই জুলাই শুরু হওয়া ইংল্যান্ড সফরে তিনটি টি-টুয়েন্টি, তিনটি একদিনের ম্যাচের পর পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।