টসে জিতে ফিল্ডিংয়ে কলকাতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার আমন্ত্রণে টসে হেরে আগে ব্যাটিং করবে স্বাগতিক দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ভাইরাস জ্বরের কারণে এই ম্যাচের একাদশে নেই ব্যাঙ্গালুরুর প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। সবমিলিয়ে আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বিরাট কোহলির দল। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে কলকাতা।

ডি ভিলিয়ার্সের পরিবর্তে ব্যাঙ্গালুরু একাদশে এসেছেন কিউই পেসার টিম সাউদি। এছাড়া স্পিনার পাওয়ান নেগির বদলে ওপেনার মানান বোহরাকে নিয়েছে তারা। আর ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে মৌসুমে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছেন লেগস্পিনার মুরুগান অশ্বিন।

কলকাতা একাদশঃ ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, নিতীশ রানা, দিনেশ কার্তিক, শুবমান গিল, আন্দ্রে রাসেল, শিভাম মাভি, পিয়ুশ চাওলা, মিচেল জনসন এবং কুলদ্বীপ যাদব।

ব্যাঙ্গালুরু একাদশঃ কুইন্টন ডি কক, বিরাট কোহলি, মানান বোহরা, ব্রেন্ডন ম্যাককালাম, মানদ্বীপ সিং, কলিন ডি গ্র্যান্ডহোম, মুরুগান অশ্বিন, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ এবং ইয়ুজভেন্দ্র চাহাল।

এসএএস/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।