টস জিতে ব্যাটিংয়ে সাকিবের হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টসে জিতেছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।

সানরাইজার্স হায়দরাবাদ তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। আফগানিস্তানের মোহাম্মদ নবীর বদলে দলে এসেছেন ইংল্যান্ডের মারকুটে ওপেনার অ্যালেক্স হেলস। রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক হচ্ছে নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধির।

আজকের ম্যাচে জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে সাকিবের হায়দরাবাদ। ৭ ম্যাচে ৫ জয় নিয়ে তারা এখন দুই নাম্বারে। সমান ম্যাচে সমান জয় পেলেও নেট রানরেটে এগিয়ে থাকায় এখন শীর্ষে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

হায়দরাবাদ একাদশ : শেখর ধাওয়ান, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা, রশিদ খান, বাসিল থাম্পি, সিদ্ধার্থ কাউল, সন্দ্বীপ শর্মা।

রাজস্থান একাদশ : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), রাহুল ত্রিপাথি, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, জস বাটলার, কে গৌতম, জোফরা আর্চার, মহিপাল লমরর, জয়দেব উনাদকাত, ধাওয়াল কুলকার্নি, ইশ সোধি।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।