একাদশে পরিবর্তন আসছে সাকিবের হায়দরাবাদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৯ এপ্রিল ২০১৮

আগের দুই ম্যাচে পাঞ্জাব ও মুম্বাইয়ের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতার পরও বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে জয়ে পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই নিজেদের অষ্টম ম্যাচে আজ (রোববার) রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামার আগে একাদশে পরিবর্তন আনছে দলটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে।

ইনজুরি কাটিয়ে এ ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা আছে দলটির তারকা পেসার ভুবেনশ্বর কুমারের। এ পেসার দলে ফিরলে বাদ পড়তে পারেন পাঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত বল করা সন্দ্বীপ শর্মা।

মুম্বাইয়ের হয়ে চেন্নাইয়ের বিপক্ষের ম্যাচে মোস্তাফিজকে মাঠে না নামালেও হায়দরাবাদের হয়ে সাকিবের মাঠে নামা অনেকটা নিশ্চিত। চলতি আসরে হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে সাকিব। ৭ ম্যাচে মাঠে নেমে উইকেট নিয়েছেন ৮টি। আর ব্যাট হাতে রান করেছেন ১১৭।

এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। আর রাজস্থান ৬ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। এই ম্যাচ জিতলেই চেন্নাইকে টপকে পয়েন্ট টেবিলে সবার ওপরে চলে যাবে অরেঞ্জ আর্মিরা।

হায়দরাবাদের সম্ভাব্য একাদশ
ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ইউসুফ পাঠান, মানিশ পান্ডে, দীপক হুডা, সাকিব আল হাসান, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, মোহাম্মদ নবি, সিদ্ধার্থ কাউল, বাসিল থাম্পি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।