কলকাতাকে ২২০ রানের লক্ষ্য দিলো দিল্লি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পৃথ্বি শ আর নতুন অধিনায়ক শ্রেয়াস আয়ারের জোড়া হাফসেঞ্চুরিতে ৪ উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহ গড়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ফলে জিততে হলে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ২২০ রান।

পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান। ঘুরে দাঁড়াতে বিশেষ কিছুই করতে হবে দিল্লি ডেয়ারডেভিলসকে। সেই বিশেষ কিছুর খোঁজে অধিনায়ক বদল হলো। গৌতম গম্ভীর নেতৃত্ব ছাড়লেন, একাদশে জায়গাও হারালেন। নতুন অধিনায়ক শ্রেয়াস আয়ার দায়িত্ব নিয়েই বদলে দিলেন দলকে। বলতে গেলে সামনে থেকেই নের্তৃত্ব দিয়ে দিল্লিকে দুইশোর্ধ সংগ্রহ এনে দিয়েছেন তিনি।

ওপেনিংয়ে দারুণ ব্যাটিং করেছেন ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা পৃথ্বি শ। ৪৪ বলে ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬২ রান করেন তিনি। পরে দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন শ্রেয়াস আয়ার। দিল্লি অধিনায়ক শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ৯৩ রানে। ৪০ বলের দানবীয় ইনিংসে ৩টি বাউন্ডারির সঙ্গে ১০টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এমএমআর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।