ধুঁকতে থাকা দিল্লি নিয়ে আসছে নতুন অস্ত্র

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

আইপিএলের প্রথম ৬ ম্যাচে মাত্র ১টি ম্যাচ জিতেছে দিল্লি ডেয়ারডেভিলস। দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন গৌতম গম্ভীর। তার বদলে অধিনায়কত্ব দেয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে। মৌসুমের বাকি ম্যাচে নতুন এই অধিনায়ক নিজ দলে পাচ্ছেন নতুন এক অস্ত্র।

আইপিএলের ট্রান্সফার উইন্ডো খোলার আগেই দক্ষিণ আফ্রিকান পেসার জুনিয়র দালাকে দলে ভিড়িয়েছে দিল্লি। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই ডানহাতি এই গতিতারকাকে নিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি। দক্ষিণ আফ্রিকান ঘরোয়া ক্রিকেটে টাইটান্সের হয়ে খেলেন দালা।

টাইটান্সের প্রেসিডেন্ট জন রাইট দালার আইপিএলে ডাক পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দালাকে অভিনন্দন জানিয়ে রাইট লিখেন, ‘আইপিএলে দিল্লির হয়ে ডাক পাওয়ায় দালাকে অভিনন্দন। তার প্রতি শুভকামনা রইলো।’

এখনো দক্ষিণ আফ্রিকার হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি দালার। তবে মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এরই মধ্যে ৭টি উইকেট দখল করেছেন তিনি। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে তার।

এসএএস/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।