১২ লাখ রুপি জরিমানা গুণলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২০৫ রান করেও জিততে পারেনি বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পরে ম্যাচ হারের গ্লানির সাথে বিশাল অঙ্কের জরিমানাও সঙ্গী হয় কোহলির। ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নষ্ট করায় ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে ব্যাঙ্গালুরু অধিনায়ককে।

ব্যাঙ্গালুরুর করা ২০৫ রানের জবাবে আম্বাতি রাইডু এবং মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ২ বল হাতে রেখেই জয় পায় চেন্নাই। মাত্র ১৯.৪ ওভার বল করতেই নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ১৩ মিনিট সময় বেশি নেন কোহলি। যার ফলে ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে আইপিএল গভর্নিং কাউন্সিল কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করেছে।

আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ বলেছে, ‘যেহেতু এটি ব্যাঙ্গালুরুর প্রথম অপরাধ ছিল, তাই শাস্তির মাত্রাটা হয়েছে ন্যুনতম। স্লো ওভার রেটের নিয়ম ধরে কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হলো।’

চলতি আইপিএলে কোহলিকেই প্রথমবারের মতো জরিমানা করা হলেও স্লো ওভার রেট হয়েছে প্রায় প্রতিটি ম্যাচেই। এখনো পর্যন্ত হওয়া ২৪টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচই শেষ হয়েছে বেঁধে দেয়া ২০০ মিনিট সময়ের মধ্যে।

এসএএস/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।