আইপিএল জিততে এসেছি, তরুণদের খেলা শেখাতে নয় : চেন্নাই কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। মাঝের দুই আসরে অংশ না নিয়েও আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ দুইবার শিরোপা জিতেছে মহেন্দ্র সিং ধোনির। চলতি আসরেও দুর্দান্ত শুরু করেছে অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া চেন্নাই। তবে অভিজ্ঞতার ভিড়ে তারুণ্যকে মূল্যায়ন না করায় সমালোচনার স্বীকার হচ্ছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং।

অধিনায়ক ধোনির বয়স বর্তমানে ৩৬। এছাড়া ৩২ বছরের আম্বাতি রাইডু, ৩৩ বছরের কেদার যাদব, ৩৪ বছরের মুরালি বিজয়-ডোয়াইন ব্রাভো, ৩৬ বছরের শেন ওয়াটসন, ৩৭ বছরের হরভজন সিং, ৩৯ বছরের ইমরান তাহিরদের নিয়েই অসাধারণ খেলে যাচ্ছে চেন্নাই। বিশেষজ্ঞদের সমালোচনার জবাবে ফ্লেমিং সাফ জানিয়ে দেন-অভিজ্ঞরা যদি সাফল্য এনে দেয়, তবে তারুণ্যের কি দরকার!

বুধবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে ফ্লেমিং দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি এখানে তরুণ খেলোয়াড়দের ক্রিকেট শেখাতে আসিনি। দলের হয়ে ট্রফি জেতার দায়িত্ব দেয়া হয়েছে আমাকে। এই কারণেই অভিজ্ঞতার মূল্যায়ন সর্বোচ্চ আমার কাছে। অভিজ্ঞরাই আমাকে সর্বোচ্চ সাফল্য এনে দিতে পারে।’

ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, ডোয়াইন ব্রাভোদের পারফরম্যান্সের উদাহরণ টেনে ফ্লেমিং বলেন, ‘ক্রিস গেইল, ডি ভিলিয়ার্স, ডিজে ব্রাভোদের মতো অভিজ্ঞরাই কিন্তু আইপিএলের বড় একটা অংশ নিয়ন্ত্রণ করে থাকেন। শেন ওয়াটসনও এবার একটি সেঞ্চুরি হাঁকালেন। ধোনির কথা নতুন করে বলার কিছু নেই। অভিজ্ঞতার মূল্য অপরিসীম।’

অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্য দিয়েই চলতি আসরে দারুণ খেলে যাচ্ছে চেন্নাই। ওয়াটসন, ব্রাভো, রাইডু, ধোনিরাই এনে দিচ্ছেন দুর্দান্ত সব জয়। এখনো পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৪টি জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। বুধবার নিজেদের ৬ষ্ঠ ম্যাচে ব্যাঙ্গালুরুর মাঠে খেলতে নামবে চেন্নাই।

এসএএস/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।