ঢাকায় আবাহনীকে রুখে দিলো ভারতীয় ক্লাব আইজল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

তিন গোল পেটে নিয়ে ঢাকায় এসে গুয়াহাটির ম্যাচটিকে অতীত বলেছিলেন আইজল এফসির কোচ সন্তোষ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বারবার ভারতীয় ক্লাবটির কোচ বলছিলেন,তরুণ ব্রিগেডের উপর আস্থা আছে তার। এএফসি কাপে ঢাকা থেকেই তারা ঘুরে দাঁড়াতে চান।

কথা আর কাজের মিলনটা দারুণভাবেই ঘটিয়েছেন আইজলের কোচ। ঘরের মাঠে তারা আবাহনীর কাছে হেরেছিল ৩-০ গোলে, আর ঢাকায় এসে সেই আবাহনীকেই রুখে দিয়েছে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দলের ফিরতি ম্যচটি ১-১ গোলে ড্র হয়েছে।

গত ১১ এপ্রিল গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামের প্রথমার্ধে ৩ গোলে পিছিয়ে পড়া আইজল দুর্দান্ত খেলেছিল দ্বিতীয়ার্ধে; কিন্তু ম্যাচে তারা ফিরতে পারেনি। ঢাকায় মুখোমুখি হওয়ার আগে আবাহনীর প্রেরণা ছিল আগের ম্যাচে প্রথমার্ধে করা ৩ গোল আর আইজলের প্রেরণা ছিল ওই ম্যাচের দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরম্যান্স। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আইজলই পেরেছে অনুপ্রেরণা কাজে লাগাতে। পিছিয়ে পড়েও এক পয়েণ্ট নিয়ে ঘরে ফিরছে তারা। এএফসি কাপে ঢাকাই তাদের উপহার দিলো প্রথম পয়েণ্ট।

৩১ মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় আবাহনী। নাইজেরিয়ান এমেকা বক্সে বল পেয়ে সামনে এগুলে তাকে টেনে ফেলে দেন আইজলের ডিফেন্ডার লালরাম। ফিলিস্তিনের রেফারি আবু বারা কামাল পেনাল্টির বাঁশি বাজালে এমেকা গোল করেন। ৬৫ মিনিটে সমতা আনে অতিথি দলটি। আন্দ্রে গোল লাইনের কাছাকাছি থেকে বুক দিয়ে বল থামিয়ে পাঠিয়ে দেন জালে।

৪ ম্যাচে আবাহনীর পয়েণ্ট ৪। সমান ম্যাচে ভারতীয় ক্লাব আইজলের পয়েন্ট ১। আবাহনীর পরের ম্যাচ ২ মে মালদ্বীপে নিউ রেডিয়েন্টের বিরুদ্ধে। আর ১৬ মে ঢাকায় ভারতের ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের ক্লাবটি।

আরআই/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।