মুম্বাইকে ১১৯ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

শেষ ওভারের অভিশাপ কি কাটাতে পারবে আজ মুম্বাই ইন্ডিয়ান্স! হয়তো বা পারবে। তবে তার জন্য তাদেরকে পারি দিতে হবে ১১৯ রানের বাধা। টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ১৮.৪ ওভারে মাত্র ১১৮ রানেই অলআউট হতে হলো সানরাইজার্স হায়দরাবাদকে। ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতায় খুবই লো স্কোরিং একটি ম্যাচের জন্ম দিল সাকিব আল হাসানের দল।

সানরাইজার্সের মাঠে গিয়ে আগের ম্যাচে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার নিজেদের মাঠে হায়দরাবাদকে দাঁড়াতেই দিচ্ছে না মোস্তাফিজুর রহমানরা। আজ খুবই কৃপণ বোলিং করেছেন মোস্তাফিজ। ৩.৪ ওভারে মাত্র ১৮ রান দিয়েছেন। তবে নিতে পেরেছেন মাত্র একটি উইকেট। ইনিংসের একেবারে শেষে ইউসুপ পাঠানকে সীমানা দড়ি বরাবর ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ক্যাচ ধরেন হার্দিক পান্ডিয়া।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সানরাইজার্সের। পাঁচ রান করে ফিরে যান শিখর ধাওয়ান। ২১ বলে সর্বোচ্চ ২৯ রান করেন কেন উইলিয়ামসন। ঋদ্ধিমান সাহাকে উপরে তুলে আনলেও তিনি আউট হয়ে যান শূন্য রানে। মনিশ পান্ডে করেন ১৬ রান। দুর্ভাগ্য সাকিব আল হাসানের। ব্যাট করতে নেমেই উইলিয়ামসনের ডাকে সাড়া দিতে গিয়ে আউট হয়ে যান মাত্র ২ রানে।

৩৩ বলে ২৯ রান করেন ইউসুফ পাঠানও। ১৪ রান করেন মোহাম্মদ নবি। রশিদ খান ৬ রান, বাসিল থাম্পি করেন ৩ রান এবং সিদ্ধার্থ কাউল করেন ২ রান। মুম্বাইর হয়ে মিচেল ম্যাকক্লেনঘান, হার্দিক পান্ডিয়া এবং মায়নাক মার্কান্দে নেন ২টি করে উইকেট। জসপ্রিত বুমরাহ এবং মোস্তাফিজ নেন ১টি উইকেট।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।