ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচটিই হবে হাইভোল্টেজ এক লড়াই। ৪ জুন এই ম্যাচে মুখোমুখি হবে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত আর দক্ষিণ আফ্রিকা। আজ (মঙ্গলবার) কলকাতায় এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের উদ্বোধন হবে ৩০ মে।

আইসিসি পুরো টুর্নামেন্টের সূচি এখনও চূড়ান্ত করেনি। শুধু উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল ম্যাচের সূচি চূড়ান্ত করেছে তারা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। এপ্রিলের শেষদিকে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করার কথা রয়েছে।

আইসিসির সভায় পরবর্তী চেয়ারম্যানের নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। আইসিসি চাইছে বর্তমান প্রধান শশাঙ্ক মনোহরকেই আরেক মেয়াদে। আলোচনায় আছে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান অ্যাশলি জাইলসের নামটিও। যদি মনোহর আইসিসির প্রস্তাবে রাজি থাকেন, তবে আর নির্বাচনের প্রয়োজন হবে না।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।