সাদা পোশাকে নেমেই উইকেট পেলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

দীর্ঘ ছয় মাস পর আবারও সাদা পোশাকে মাঠে ফিরেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে কি টেস্ট ফরমেটের জন্য নিজেকে প্রস্তুত করছেন নড়াইল এক্সপ্রেস? মাশরাফি অবশ্য জানিয়েছেন, আপাতত ওই চিন্তা নয়, নিজেকে ফিট রাখতেই বড় ফরমেটে মাঠে নেমেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মৌসুমের শেষ রাউন্ডের ম্যাচে সাউথ জোনের হয়ে সাদা পোশাকে খেলতে নেমে শুরুতেই উইকেটের দেখাও পেয়েছেন এই পেসার।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল নর্থ জোন। নাজমুল হাসান শান্ত আর সোহরাওয়ার্দি শুভ হাফসেঞ্চুরি পেলেও ১৮৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ১২০ বলে ৬ বাউন্ডারিতে ৫০ রান করে আউট হন শান্ত। ৮৪ বলে ৮ চারে ৫৯ রানে অপরাজিত ছিলেন শুভ।

শুরুতেই নর্থ জোনের ইনিংসে আঘাত হানেন মাশরাফি। জুনায়েদ সিদ্দিকীকে ৭ রানে মোহাম্মদ মিঠুনের ক্যাচ বানান ডানহাতি এই পেসার। পরে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে নর্থ জোন। ৮৬ রানের মধ্যে ৬ ব্যাটসম্যানকে হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি জহুরুল ইসলামের দল।

মাশরাফি শুরুটা করে দেয়ার পর নর্থ জোনের ইনিংসে আসল ধ্বসটি নামিয়েছেন আবদুর রাজ্জাক। টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন বাঁহাতি এই স্পিনার। তিনি ৫৩ রানে ৫টি আর সাকলাইন সজীব ২০ রানে ২টি উইকেট নেন।

জবাব দিতে নেমে শুরুতে সৌম্য সরকারকে (১২) হারালেও ইমরুল কায়েস আর এনামুল হক বিজয়ের জোড়া হাফসেঞ্চুরিতে বেশ ভালো অবস্থানে আছে সাউথ জোন। প্রথম দিন শেষে ১ উইকেটে ১১৫ রান তুলেছে তারা। বিজয় ৫২ আর কায়েস ৫১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।