সবার আগে রাশিয়া যাবে ইরান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে সবার আগে রাশিয়া পৌঁছাবে ইরান। রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ভিতালি মুতকো সোমবার মিডিয়াকে এ কথা জানান। সোমবার অতিথি দলগুলো আগমন এবং তাদের স্বাগত জানানোর বিষয়টি নিয়ে এক সভা হয়েছে মস্কোয়। দলগুলোর রাশিয়া পৌঁছানোর সূচি দেখে আয়োজকদের পক্ষ থেকে ইরানের প্রথম বিশ্বকাপের দেশে পা রাখার খবরটি জানিয়েছে।

ইরান ৫ জুন রাশিয়া পৌঁছাবে। তারা মস্কোর বাইরে বাকোভকা নামক স্থানে অনুশীলন করবে। তবে বিশ্বকাপের সময় ইরান সাধারণত অনুশীলন করবে মস্কোর লোকোমোতিভে। ইরান বিশ্বকাপে খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপ তাদের বাকি তিন প্রতিপক্ষ মরোক্কো, স্পেন ও পর্তুগাল।

১৫ জুন সেন্ট পিটার্সবার্গে মরোক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান। এশিয়ার দেশটির দ্বিতীয় ম্যাচ ২০ জুন স্পেনের বিরুদ্ধে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৫ জুন পর্তুগালের বিরুদ্ধে।

আরআই/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।