অদৃশ্য ব্যাট হাতে রাস্তায় নিষিদ্ধ ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৩ এপ্রিল ২০১৮

বল টেম্পারিং কাণ্ডে ওয়ার্নারকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু তাই নয় হারিয়েছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক পদ, খেলা হচ্ছে না আইপিএলও। ক্রিকেট থেকে দূরে থাকলেও ব্যাটকে যে এই ওপেনার কতটা ভালোবাসেন তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। সিডনির রাস্তায় ব্যাট ছাড়াই ব্যাটিং করতে করতে হাঁটতে দেখা গিয়েছে এই ওপেনারকে।

মেয়ে আইভি ও ইন্ডিকে নাচের ক্লাসে নিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার ও ক্যান্ডিস। তখনই অদৃশ্য ব্যাট হাতে 'শ্যাডো' করছিলেন ওয়ার্নার। আর এ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

এ দিকে কিছুদিন আগে ওয়ার্নারের স্ত্রী কেন্ডিস ওয়ার্নার 'ইনস্টাগ্রাম'-এক একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে ড্রিল মেশিন নিয়ে বাড়ি বানানোর কাজে লেগে গেছেন অসি ওপেনার। এ সময় তার মুখে চওড়া হাসিটাও লেগেই ছিল।

ভিডিওতে আরও দেখা যায়, সুরক্ষা হেলমেট পরে বাবার সঙ্গে কাজে নেমে পড়েছেন তাদের দুই কন্যা- তিন বছর বয়সী আইভি মায় এবং দুই বছরের ইন্ডি রায়ও। কি সুখী পরিবার!

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।