আবারও শেষ মুহূর্ত এসে হারল মোস্তাফিজের মুম্বাই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪০ এএম, ২৩ এপ্রিল ২০১৮

আবারও তীরে এসে তরি ডুবলো মোস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্সের। এক পর্যায়ে জয়টা নিশ্চিতই হয়ে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। এক ওভারে পরপর দুই বলে দুই উইকেট নিয়েছিলেন জসপ্রিত বুমরাহ। পরের ওভারে এসে মোস্তাফিজ নিলেন ১ উইকেট। তাতেই ম্যাচ যেন পুরোপুরি ঝুলে পড়েছিল মুম্বাইর দিকে।

কিন্তু মোস্তাফিজ ১ উইকেট নিলেও শেষ দুই বলে দিয়ে দিলেন ১০ রান। পরের ওভারে বুমরাহও রেহাই পেলেন না। রাজস্থানের কৃষ্ণাপ্পা গৌথাম বুমরাহর কাছ থেকে নিলেন ১৮ রান। ফলে শেষ ওভারে মাত্র ১০ রান প্রয়োজন হয়ে দাঁড়ায় রাজস্থানের। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দিলেন হার্দিক পান্ডিয়ার হাতে। প্রথম বলেই জোফরা আরচারের ক্যাচ নিজেই নিলেন তিনি।

কিন্তু লাভ কিছুই হলো না। সেই গৌথামই তিন বলে নিয়ে নিলেন ১০ রান। ফলে ২ বল হাতে রেখেই ৩ উইকেটের ব্যবধানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিলো রাজস্থান রয়্যালস।

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সুর্যকুমার যাদব আর ইশান কিশানের দারুণ ব্যাটিংয়ে ওপর নির্ভর করে ১৬৭ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও আইপিএলে এটা খুবই মামুলি বিষয়।

জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতে আজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাথিরা দ্রুত আউট হয়ে গেলেও সাঞ্জু স্যামসন আর বেন স্টোকস মিলে রাজস্থানকে জয়ের পথে নিয়ে আসেন। ৩৮ বলে ৪টি বাউন্ডারির বিনিময়ে ৫২ রান করেন স্যামসন। ২৭ বলে ৪০ রান করে আউট হন বেন স্টোকস। শেষ দিকে কৃষ্ণাপ্পা গৌথাম করেন ১১ বলে ৩৩ রান।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।