২০১৯ বিশ্বকাপে শেবাগের বাজি ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২১ এপ্রিল ২০১৮

ইংল্যান্ডের মাটিতে হবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। বিরুপ কন্ডিশন, উপমহাদেশের দেশগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জই। তবে এই বিশ্বকাপে উপহমহাদেশের দল ভারতকে ফেবারিট মনে করছেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক এই ওপেনার মনে করছেন, বিশ্বকাপ জেতার মতো ভারসাম্যপূর্ণ দল রয়েছে তাদের।

শেবাগ মূলত আশাবাদী হয়ে উঠেছেন উত্তরসূরীদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে। বিরাট কোহলির নেতৃত্বধীন ভারত বিদেশের মাটিতেও ভালো করা শুরু করেছে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে দারুণ লড়াই করে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হেরেছে তারা। ভারতের সাবেক ওপেনার তাই রাখঢাক না রেখেই বলছেন, ‘২০১৯ বিশ্বকাপ শিরোপা জয়ের ফেবারিট ভারত।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজটি ভারত জিততেও পারতো, মনে করছেন শেবাগ। উত্তরসূরীদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘ভারতের বাইরে টেস্ট জেতার সামর্থ্য আছে এই দলটির। আমরা প্রথম অথবা দ্বিতীয় টেস্টে জিততে পারতাম, যদি একটি সেশনে ভালো ব্যাটিং করতাম।’

ভারত মূলত ব্যাটিংনির্ভর দল। অনেকটা দিন বোলিং নিয়ে আফসোস ছিল তাদের। তবে বিরাট কোহলির অধীনে বর্তমান দলটির বোলিং বিভাগও বেশ ভারসাম্যপূর্ণ। পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমাররা থিতু হয়ে গেছেন। স্পিনে উঠে আসছেন কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহালরা।

সেরা বোলাররা সবাই একসঙ্গে খেলতে পারছে, এটাকেই বর্তমান দলটির বড় শক্তি মনে করছেন শেবাগ। তিনি বলেন, ‘আমাদের সময়ে শ্রীনাথ, জহির, আগারকার আর নেহরা ছিল। তবে তারা খুব কমই একসঙ্গে খেলতে পারতো। যখন তারা সেটা পেরেছে, ২০০৩ সালে আমরা কিন্তু বিশ্বকাপের ফাইনাল খেলেছি। বড় ব্যাপার হলো এখনকার দলটি যে কোনো কন্ডিশনেই ভালো করতে পারে।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।