নির্বাচকদের বাধ্য করব আমাকে দলে নিতে : উমর আকমল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২১ এপ্রিল ২০১৮

ডেভ হোয়াটমোর কোচের দায়িত্ব ছাড়ার সময় বলে গিয়েছিলেন, বর্তমান পাকিস্তান দলে তার কাছে সবচেয়ে প্রতিভাবান মনে হয় উমর আকমলকে। সেই প্রতিভার প্রয়োগটা মাঠে সেভাবে করতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। তিন ফরমেটেই তাই দলের বাইরে তিনি। তবে হাল ছাড়ছেন না ২৭ বছর বয়সী আকমল। বরং পারফরম্যান্সের জোরে দলে ফেরানোর জন্য নির্বাচকদের বাধ্য করবেন বলেই জানিয়েছেন তিনি।

আসন্ন পাকিস্তান কাপে ভালো করে নির্বাচকদের ভাবতে বাধ্য করতে চান উমর আকমল। ঘরোয়া এই টুর্নামেন্টে ভালো করবেন, আগেভাগেই সে ঘোষণা দিয়ে রাখলেন তিনি, ‘আমি পাকিস্তান কাপে ভালো করব এবং নির্বাচকদের বাধ্য করব আমাকে দলে নিতে।’

তবে নির্বাচকদের মন জয় করলেই তো হবে না। নতুন কোচ মিকি আর্থার ভীষণ নেতিবাচক উমর আকমলের ব্যাপারে। আকমল অবশ্য বুঝতে পারছেন না কেন তাকে অপছন্দ করেন কোচ, ‘আমি জানি না মিকি আর্থার কেন আমাকে পছন্দ করেন না। আমি তো কোচ হিসেবে তাকে পছন্দ করি। তার সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাই না। তবে আগে যা বলেছি (পারফর্ম করার ব্যাপারে), তাতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’

সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জানুয়ারিতে। টেস্ট তো খেলেছেন সেই ২০১১ সালে, ওয়াকার ইউনুস কোচ থাকার সময়। তাকে অযথাই টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছে এমন অভিযোগ তুলে উমর আকমল বলেন, ‘যদি আপনি আমার সর্বশেষ চরটি টেস্ট ইনিংস দেখেন, আমি তিনটি ফিফটি করেছি (প্রকৃতপক্ষে একটা)। এক ইনিংসে তো ব্যাটিংই পাইনি। এমন জায়গায় দাঁড়িয়ে ওয়াকার ইউনুস বলে দিলেন, সে (আকমল) টেস্ট খেলোয়াড় না। আপনি অন্য কোচদের জিজ্ঞেস করতে পারেন তারা কেন আমাকে টেস্টে নেয়নি। তবে আমি আশা ছাড়িনি।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।