রায়নাকে সরিয়ে শীর্ষে কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

বিশ্ব ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই আধিপত্য বিস্তার করে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি। তবে খানিক পিছিয়ে ছিলেন ঘরের টুর্নামেন্ট আইপিএলে। চলতি মৌসুমের চার ম্যাচ শেষেই সেটিও দূর করে নিয়েছেন তিনি। সুরেশ রায়নাকে সরিয়ে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের মুকুট বাগিয়ে নিয়েছেন কোহলি।

মঙ্গলবার কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৪৬ রানের ব্যবধানে হেরে গেলেও ব্যাঙ্গালুরু অধিনায়ক খেলেন ৯২ রানের অপরাজিত ইনিংস। ম্যাচ শুরুর আগে সুরেশ রায়নার চেয়ে ৩১ রানে পিছিয়ে ছিলেন কোহলি। ম্যাচে ৬২ বলে ৭ চার এবং ৪টি ছক্কায় সাজানো ইনিংস খেলে রায়নার চেয়ে ৬১ রানে এগিয়ে গেছেন তিনি।

এখনও পর্যন্ত ১৫৩ ম্যাচ খেলে ৪টি সেঞ্চুরি এবং ৩২টি হাফসেঞ্চুরিতে কোহলির রান ৪৬১৯। দ্বিতীয়তে থাকা রায়না ম্যাচ খেলেছেন কোহলির চেয়ে ১০টি বেশি। ১টি সেঞ্চুরির সাথে ৩১টি ফিফটিতে তার রান ৪৫৫৮। এছাড়া রোহিত শর্মা ৪৩৪৫, গৌতম গম্ভীর ৪২১০ এবং ডেভিড ওয়ার্নার ৪০১৪ রান নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে অবস্থান করছেন।

মঙ্গলবারের ম্যাচে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের খেতাব ছাড়াও চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারস্বরুপ অরেঞ্জ ক্যাপও জিতে নেন কোহলি। চার ম্যাচ শেষে কোহলির রান ২০১। ১৭৮ রান নিয়ে দ্বিতীয়তে আছেন রাজস্থান রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন।

এসএএস/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।