সাদমানের আক্ষেপ, রাজ্জাকের ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে বেশ ভালো অবস্থানে আছে সেন্ট্রাল জোন। সাউথ জোনকে ১৯১ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ৩০২ রান তুলে অলআউট হয়েছে তারা।

সেন্ট্রাল জোনের ওপেনার সাদমান ইসলাম একটুর জন্য সেঞ্চুরিটা পাননি। ১৭৬ বল মোকাবেলায় ১২ বাউন্ডারিতে ৯৩ রান করে আবদুর রাজ্জাকের শিকার হয়ে ফেরেন তিনি। দল পিছিয়ে থাকলেও বল হাতে দারুণ করেছেন রাজ্জাক। জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া এই স্পিনার ১০৬ রানে নিয়েছেন ৬টি উইকেট।

২ উইকেটে ১৫৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সেন্ট্রাল জোন। সাদমান দারুণ ব্যাটিং করলেও একটা সময় ২২২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছিল দলটি। জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদও ১৫ রানের বেশি এগোতে পারেননি। সেখান থেকে সেন্ট্রাল জোনকে তিনশো পার করে দেন সাত নাম্বারে নামা ইরফান শুক্কুর। ৭০ বলে ১১ বাউন্ডারিতে ৫৪ রান করে তিনিও রাজ্জাকের শিকার হন।

রাজ্জাকের ঘুর্ণি জাদুর দিনে বল হাতে ভালো করেছেন তরুণ নাঈম হাসানও। ৮৩ রানে ৩টি উইকেট নেন তিনি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।