অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন কে- ল্যাঙ্গার না অন্য কেউ?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

স্মিথ-ওয়ার্নারদের বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ড্যারেন লেহম্যান। অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন টালমাটাল অবস্থায়। তাই বলে তো ক্রিকেটটা থেমে থাকবে না। নতুন কোচ খোঁজার প্রক্রিয়া আগামী শুক্রবার থেকেই শুরু করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অসি গণমাধ্যমে অবশ্য বেশ কয়েকটি প্রতিবেদন ছাপা হয়েছে, লেহম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। তবে সিএ পুরো বিষয়টি অস্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘এখনও কাউকে নিয়োগ দেয়া হয়নি বা কাউকে নিয়োগের ব্যাপারে বোর্ড সভায় আলোচনাও হয়নি। আমরা আশা করছি, এই সভার পর নিয়োগের সময়সীমা এবং কার্যপদ্ধতির ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে পারব।’

৪৭ বছর বয়সী ল্যাঙ্গার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ সকারের কোচ হিসেবে গত পাঁচ মৌসুমে দারুণ সফলতার পরিচয় দিয়েছেন। এই সময়ে তিনি তিনটি বিগ ব্যাশ শিরোপা জিতেছেন, জিতেছেন দুটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট।

শুধু তাই নয়, ল্যাঙ্গারের কিন্তু অস্ট্রেলিয়া দলকে কোচিং দেয়ারও অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে স্মিথদের কোচ ছিলেন তিনি। লেহম্যানের স্থলাভিষিক্ত হিসেবে তাই তার নামটিই জোরেসোরে উচ্চারিত হচ্ছে।

খেলোয়াড় হিসেবেও ল্যাঙ্গারের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ছিলেন মূলত টেস্ট ব্যাটসম্যান। ১৯৯৩ সালের জানুয়ারিতে অভিষেক হওয়ার পর অস্ট্রেলিয়ার হয়ে ১০৫টি টেস্ট খেলেছেন ল্যাঙ্গার। ২৩ সেঞ্চুরি আর ৩০ ফিফটিসহ ৭৬৯৬ রান করেছেন তিনি। ২০০৭ সালের জানুয়ারিতে টেস্টকে বিদায় বলেন বাঁহাতি এই ওপেনিং ব্যাটসম্যান।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।