বিসিবির চুক্তি থেকে বাদ পড়ছেন সাব্বির-তাসকিন-রাব্বি!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

গত এক বছর বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সংখ্যা ছিল ১৬। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন আর শিক্ষানবিশ ক্যাটাগরিতে ছিলেন আরও দুইজন। এবার সে তালিকা ছোট হয়ে আসছে আরও। জানা গেছে অন্তত চারজন ২০১৮-১৯ এ বছরের চুক্তিতে থাকবেন না।

মাঝে বেতন বাড়ানো নিয়ে আগে থেকেই অনেক গুঞ্জন শোনা গেছে। কেউ কেউ এমনও ভেবেছিলেন, এবারও বুঝি মোটা অংকের টাকা বাড়বে মাশরাফি-সাকিবদের; কিন্তু ভেতরের খবর অন্য। বেতন বাড়লেও সেটা হবে আনুপাতিক হারে। আসল কথা হলো, বোর্ড এত বেশি ক্রিকেটারের সঙ্গে আর বার্ষিক চুক্তিতে যাবে না। বোর্ড থেকে নির্বাচকদের পরিস্কার জানিয়ে দেয়া হয়েছে, ন্যুনতম যারা তিন ফরম্যাটেই খেলে, তাদেরকেই কেবল চুক্তিতে রাখতে।

এর বাইরে, যারা অন্তত এক বা দুই ফরম্যাটে নিয়মিত একাদশে থাকেন (যেমন ওয়ানডে অধিনায়ক মাশরাফি) তাদেরকেও চুক্তিতে রাখা হবে। সে কারণেই সংখ্যা ১৬ থেকে কমে ১২তে নামিয়ে নেয়ার চিন্তা ভাবনা চলছে এবং জানা গেছে, বোর্ডের ইচ্ছা অনুযায়ী নতুন বছরের চুক্তির জন্য ১২ জনের তালিকা প্রেরণ করা হয়েছে আজকের বোর্ড সভায়।

এরমধ্যে একজন অনিবার্যভাবেই সাব্বির। বাকি তিনজন কে? তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। কামরুল ইসলাম রাব্বি আর তাসকিন আহমেদের নাম শোনা যাচ্ছে। জানা গেছে, এ দুজনের বাদ পড়াও নিশ্চিত। বাকি একজনের নাম এখনও জানা যায়নি।

এ দিকে আজ দুপুর আড়াইটায় বোর্ড পরিচালক পরিষদের সভা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে সেখানেই নতুন বছরে ক্রিকেটারদের মাসিক বেতনের বিষয়টি চূড়ান্ত হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ক্রিকেটারদের বেতন এক লাফে দ্বিগুণ ও দ্বিগুণেরও বেশি করা হয়েছিল। এবারও বেতন বৃদ্ধির কথা শোনা যাচ্ছে। তবে সেটা আনুপাতিক হারে। অনেকটা আনুপাতিক হারেই বাড়ানো হবে। আগের বারের মত মাশরাফি-সাকিব-মুশফিক-তামিমদের বেতন শতভাগ বৃদ্ধির সম্ভাবনা নেই। সর্বোচ্চ ২৫-৩০ শতাংশ বাড়তে পারে বলে সূত্রে জানা গেছে।

এর আগে ‘এ প্লাস’ শ্রেণিতে থাকা মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকদের বেতন আড়াই লাখ থেকে বাড়িয়ে করা হয় ৪ লাখ টাকা। ‘এ’ শ্রেণিতে থাকা মাহমুদউল্লাহর ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ; ‘বি’ শ্রেণিতে ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকারের দেড় লাখ থেকে বাড়িয়ে ২ লাখ; ‘সি’ শ্রেণিতে রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেনদের ১ লাখ থেকে বাড়িয়ে দেড় লাখ এবং ‘ডি’ শ্রেণিতে নতুন অন্তর্ভুক্ত হওয়া ক্রিকেটারদের বেতন ৭৫ হাজার থেকে বাড়িয়ে করা হয় ১ লাখ টাকা।

এআরবি/এমআর/এমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।