বাইরে বসে অনেক কথাই বলা যায় : গণমাধ্যমকে ক্ষুব্ধ পোলার্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৮

মাঠের সময়টা ভালো যাচ্ছে না ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান কাইরন পোলার্ডের। ভালো অবস্থানে নেই তার দল মুম্বাই ইন্ডিয়ান্সও। ব্যক্তিগত এবং দলের ব্যর্থতার রাগ ঝাড়তে সাংবাদিকদের এক নিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ডানহাতি এই অলরাউন্ডার।

মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন পোলার্ড। বারবার তাকে মনে করিয়ে দেয়া হয় মুম্বাইয়ের পরপর তিন ম্যাচে হারের কথা। এই কথায় প্রচণ্ড বিরক্ত হতে দেখা যায় অতিকায় পোলার্ডকে। শেষপর্যন্ত আর না পেরে কড়া ভাষায়ই সাংবাদিকদের জবাব দেন তিনি।

মাঠের বাইরে বসে বিশ্লেষণ করা সহজ উল্লেখ করে পোলার্ড বলেন, ‘তিনটি ম্যাচই আমরা হারলাম শেষ ওভারে। আপনাদের কাছে যদি শেষ ওভারে ম্যাচ জেতার কোনো পরামর্শ বা টিকা থাকে সেটা দিন। আপনাদের কথায় কাজ হলে ধরেই নিবো আপনারা ক্রিকেটের আদ্যোপান্ত সব জানেন। বাইরে বসে অনেক কথাই বলা যায়।’

আরও যোগ করেন, ‘তিন ম্যাচের দুইটিতেই আমরা নয় উইকেট তুলে নিয়েও হেরে যাই। তাই আমাদের এখন শেষ উইকেটটি তুলে নেয়ার দিকেই মনোযোগ দিতে হবে। এই জায়গায় উন্নতি করার আছে আমাদের। ইনিংসের শেষের দিকে আমরা নিজেদের ধরে রাখতে পারছি না, আরো বেশি ধারাবাহিক হতে হবে আমাদের।’

একইসাথে পোলার্ড এটিও জানান, টানা তিন ম্যাচ হারলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি তাদের। নিজেদের মধ্যে কথা বলে হারা ম্যাচগুলোর ইতিবাচক দিকগুলো নিয়েই সামনে এগুতে চান তারা। পোলার্ড বলেন, ‘এখনই সব শেষ হয়ে যায়নি। আমরা যদি তিন ম্যাচেই হাল ছেড়ে দেই তাহলে টুর্নামেন্ট ছেড়ে বাড়ি ফেরা উচিৎ আমাদের। আমরা হারা ম্যাচগুলো নিয়ে বসে নেই। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চলছেই। কোন কোন জায়গায় আমাদের উন্নতি প্রয়োজন সেগুলো নিয়েই কথা বলছি আমরা। এখন শুধু মাঠে বাস্তবায়নের অপেক্ষায়।’

এসএএস/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।