ধোনির ফিটনেস দেখে অবাক ভারতীয় কিংবদন্তিরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

পিঠের ব্যথা নিয়েও ১৯৭ রানের লক্ষ্য তাড়া করার অসাধ্য সাধন করে ফেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। শেষপর্যন্ত হারতে হয় মাত্র চারটি রানের জন্য। তবে ইনজুরি নিয়েও ৪৪ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে সকলের বাহবা কুড়োচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।

ঘটনা রবিবারের চেন্নাই সুপার কিংস বনাম কিংস এলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচের। ম্যাচে পাঞ্জাবের করা ১৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ রানে পরাজিত হয় চেন্নাই। হার না মানা ৭৯ রানের ইনিংস খেলার পথে প্রচণ্ড পিঠের ব্যথা নিয়েও একের পর এক বিশাল সব ছক্কা হাঁকিয়েছেন ধোনি। মাঠের মধ্যেই ফিজিও এসে প্রাথমিক সেবা দেয়ার পরেও থামেনি ধোনির ঝড়।

ইনজুরি নিয়েও ধোনিকে এমন বীরত্বপূর্ণ ইনিংস খেলতে দেখে অবাকই হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের মতে এই ফিটনেস নিয়ে আরও অনেকদূর যেতে পারবেন ধোনি। তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে ধোনি দারুণ ফিট একজন ক্রিকেটার। ফিটনেসের দিক দিয়ে সে উপরের সারির একজন। এটি তাকে চলতি আইপিএলে ভালো করতে আরও সাহায্য করবে। পাঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করেছে, উপরে ব্যাট করতে এসে অসাধারণ এক ইনিংস খেলেছে সে।’

আরেক সাবেক ক্রিকেটার দিলিপ ভেংসরকারের মতে, ফিটনেসের কারণেই ধোনি এখনো দারুণ প্রতাপের সাথে খেলে যেতে পারছেন। ধোনির ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে ভেংসরকার বলেন, ‘আমি সবসময়ই বিশ্বাস করি ফর্মের পাশাপাশি ফিটনেসও ক্রিকেটে জরুরি একটি বিষয়। ধোনির ব্যাপারে যদি বলি, তার ফিটনেস নিয়ে কখনো কোনো সন্দেহ ছিল না। পাঞ্জাবের বিপক্ষে সে একা হাতেই ম্যাচ শেষ করে ফেলেছিল প্রায়। পরবর্তী ম্যাচগুলোর জন্য তার প্রতি শুভকামনা রইলো।’

এসএএস/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।