মোস্তাফিজকে ঠিকভাবে ব্যবহার করছেন না রোহিত : জহির খান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, ১৬ এপ্রিল ২০১৮

প্রায় প্রতি ম্যাচেই জয়ের কাছাকাছি গিয়েও টানা তিন ম্যাচেই হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে। আর প্রতি ম্যাচে হারের কারণ হিসেবে দলটির অধিনায়ক রোহিত শর্মার মোস্তাফিজদের ঠিকভাবে ব্যবহার করতে না পারাকেই দায়ী করছেন ভারতের সাবেক ক্রিকেটার জহির খান।

চেন্নাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচে এগিয়ে থেকেও শেষ সময়ে ব্রাভোর ঝড়ো ব্যাটিংয়ে হেরে যায় মুম্বাই। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের কাছে হারে মাত্র ১ উইকেটে। আর তৃতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে ১৯৪ রান করেও জয়ের দেখা পায়নি দলটি। দলটির পারফরমেন্স বিশ্লেষণ করতে গিয়ে চলতি আইপিএলে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা জহির খান বলেন, ‘ইনিংসের শুরুর দিকে দলের দুই সেরা বোলার মোস্তাফিজ-বুমরাহকে ব্যবহার করছে না রোহিত। সে তাদেরকে ডেথ ওভারের জন্য রেখে দিচ্ছে। কিন্তু শুরুর দিকে তাদের ব্যবহার করলে উইকেট পেত এবং ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত।’

দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষের ম্যাচের কথা উল্লেখ করে জহির খান আরও বলেন, ‘দিল্লির জয়ের জন্য শেষ ওভারে ১১ রান দরকার ছিল। তবে শুরুর দিকে মোস্তাফিজ-বুমরাহ বোলিং করলে শেষ ওভারে ১১ রানের জায়গায় হয়তো ১৭-১৮ রান থাকত। শুরুর দিকে উইকেট পড়ে গেলে শেষে দিকের ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবেই চাপে থাকে।’

এদিকে মুম্বাইয়ের বিশ্লেষণ করতে গিয়ে দলটির পেসার মোস্তাফিজের প্রশংসাও করেছেন সাবেক এই পেসার। মোস্তাফিজকে নিয়ে তিনি বলেন, ‘প্রতি ম্যাচেই দারুণ শুরু করেছেন মোস্তাফিজ। তার বোলিং দেখে বোঝাই যাচ্ছে শুরুর দিকে তছনছ করে দেওয়ার মতো বোলার তিনি।’

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।