এবার ভাতিজাকে টেস্ট দলেও নিলেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৫ এপ্রিল ২০১৮

গত বছরের অক্টোবরে তার ওয়ানডে অভিষেকটা হয়েছিল চমক জাগিয়ে। চাচা ইনজামাম-উল-হকের মান রাখতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইমাম-উল-হক। বাঁহাতি এই ওপেনার এবার জায়গা করে নিলেন টেস্ট দলেও। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরকে সামনে রেখে পাকিস্তান যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে, তাতে চমক হিসেবে এসেছে ইমাম-উল-হকের নামটি।

ইমাম-উল-হকের মতো টেস্ট আঙিনায় একেবারে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ফাখর জামান, সাদ আলী আর উসমান সালাহউদ্দিন। তবে জায়গা হয়নি পেসার ওয়াহাব রিয়াজ আর লেগস্পিনার ইয়াসির শাহর। ওয়াহাব বাদ পড়েছেন অফফর্মের কারণে, ইয়াসির নিতম্বের ইনজুরিতে ভুগছেন।

আসন্ন সফরে আয়ারল্যান্ডের ডাবলিনে একটি টেস্ট খেলবে পাকিস্তান। টেস্টটি শুরু হবে ১১ মে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। টেস্টগুলো হবে লর্ডস আর হেডিংলিতে।

পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলী, ইমাম-উল-হক, সামি আসলাম, হারিস সোহেল, বাবর আজম, ফাখর জামান, সাদ আলী, আসাদ শফিক, উসমান সালাহউদ্দিন, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, রাহাত আলী এবং ফাাহিম আশরাফ।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।