চ্যাপেলের ধারণা ওয়ার্নারের ক্যারিয়ার শেষ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৫ এপ্রিল ২০১৮

বল টেম্পারিং কলঙ্কে সব হারানোর দশা স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার অধিনায়ক আর সহ-অধিনায়ক নেতৃত্ব হারিয়েছেন, নিষিদ্ধও হয়েছেন। মাঠে ফিরতে হলে কমপক্ষে একটি বছর অপেক্ষা করতে হবে তাদের। অজি দলের সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল তো মনে করছেন, স্মিথ হয়তো ফিরবেন, তবে ওয়ার্নারের ক্যারিয়ারটা শেষ।

চ্যাপেলের এমন ধারণার পেছনে যুক্তিও আছে। ওয়ার্নারের সঙ্গে যে দেশটির ক্রিকেট বোর্ডের সম্পর্ক আগে থেকেই ভালো না। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বেতন-ভাতা নিয়ে আন্দোলনের মদদ জুগিয়েছিলেন এই ওপেনার। চাপের মুখে অনেক কিছু মানতে বাধ্য হলেও রাগটা নিশ্চয়ই রয়ে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার।

ইয়ান চ্যাপেলও মনে করছেন, ওই অতীতের কারণেই অস্ট্রেলিয়া দলে আর খেলা হবে না ওয়ার্নারের। তিনি বলেন, ‘তারা (ক্রিকেট অস্ট্রেলিয়া) ওয়ার্নারের হাত থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় খুঁজছিল। কারণ সে (বেতন-ভাতা নিয়ে) দ্বন্দ্বের সময় সরব ছিল। সম্ভবত সে আর ফিরতে পারবে না। স্মিথ ফিরবে। তবে সেও সম্ভবত অস্ট্রেলিয়া দলকে আর নেতৃত্ব দিতে পারবে না।’

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।