কামিন্সের পরিবর্তে মোস্তাফিজদের দলে মিলনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৫ এপ্রিল ২০১৮

পিঠের চোটে আইপিএলের এবারের মৌসুম থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স, ফিরেও গেছেন দেশে। তার বদলে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের গতিতারকা অ্যাডাম মিলনে।

শুক্রবার ২৬ বছরে পা দিয়েছেন মিলনে। গতির জন্য তার আলাদা পরিচিতি আছে। ধারাবাহিকভাবে ঘন্টায় ১৫০ কিলোমিটারের উপরের গতিতে বল করতে পারেন কিউই এই পেসার। দেশের হয়ে ওয়ানডেতে ৫৯ ম্যাচে ৬২ উইকেট আছে তার। টি-টোয়েন্টিতে ৭০ ম্যাচে নিয়েছেন ৮৩ উইকেট।

গত বছর ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মিলনে। আইপিএলেও তিনি নতুন নন। ২০১৬ এবং ২০১৭ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন। পাঁচ ম্যাচে নিয়েছেন চার উইকেট। এবার খেলবেন নতুন দলে।

নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকক্লানাঘান আছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। মিলনে যোগ দিলে স্কোয়াডে কিউই পেসার হবেন দুজন। ভারতের জাসপ্রিত বুমরাহ আর বাংলাদেশের মোস্তাফিজুর রহমানই এখন মুম্বাইয়ের প্রধান দুই পেস অস্ত্র। মিলনে যোগ দিলে তাদের পেস শক্তিটা বাড়বে নিঃসন্দেহে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।