ব্যাঙ্গালুরুকে প্রথম জয় এনে দিলেন এবি ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ এএম, ১৪ এপ্রিল ২০১৮

প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সামনে ১৭৭ রানের বিশাল স্কোর দাঁড় করানোর পরও ৪ উইকেটে হারতে হয়েছিল বিরাট কোহলি অ্যান্ড কোংকে। তবে দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাঁড়ালো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিংস ইলেভেন পাঞ্জাবকে পেয়ে ৪ উইকেটের দারুণ এক জয় তুলে নিলো কোহলিরা। প্রোটিয়া মারকুটে ব্যাটসম্যান এবি ডি বিলিয়ার্সের তাণ্ডবেই মূলতঃ আইপিএলের একাদশতম আসরের প্রথম জয় পেলো রয়েল চ্যালেঞ্জার্স।

নিজেদের মাঠ ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবকে আতিথিয়েতা দেয় বিরাট কোহলিরা। এই ম্যাচে টস জিতে ব্যাট করার জন্য পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনকে আমন্ত্রণ জানান বিরাট কোহলি। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে লোকেশ রাহুল আর মায়নাক আগরওয়াল ৩২ রান তুললেও ১৫ রান করে বিদায় নেন আগরওয়াল। ৩০ বলে ৪৭ রান করেন লোকেশ রাহুল।

অ্যারোন ফিঞ্চ শূন্য, যুবরাজ সিং ৪ রান করে আউট হয়ে যান। করুন নায়ার করেন ২৬ বলে ২৯ রান। মার্কাস স্টোইনিজ করেন ১১ রান। অক্ষর প্যাটেল করেন ২ রান। অশ্বিন ২১ বলে ৩৩ রান করলে সম্মানজনক স্কোর দাঁড় করায় পাঞ্জাব। তবুও ১৯.২ ওভারে অলআউট হয়ে যায় পাঞ্জাবের ব্যাটসম্যানরা। রান সংগ্রহ করতে সক্ষম হয় ১৫৫।

জবাব দিতে নেমে শুরুতে বিপদে পড়ে ব্যাঙ্গালুরুও। কোনো রান না করেই আউট হয়ে যান ব্রেন্ডন ম্যাককালাম। কুইন্টন ডি কক ৩৪ বলে করেন ৪৫ রান। বিরাট কোহলি ১৬ বলে খেলেন ২১ রানের ইনিংস। ৪০ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। মূলতঃ তার এই ইনিংসের ওপর ভর করেই প্রথম জয় পায় বিরাট কোহলিরা। মানদ্বীপ সিং ১৯ বলে করেন ২২ রান।

আইএইচএস/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।