আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড লোকেশ রাহুলের
আইপিএলের চলতি আসরের দ্বিতীয় ম্যাচেই দু’দুটি রেকর্ড সৃষ্টি হলো। ম্যাচ শুরুর সময়েই আফগান মুজিবুরের রেকর্ডের পর, ম্যাচের দ্বিতীয় ইনিংসে আরেকটি রেকর্ড গড়লেন লোকেশ রাহুল। ভারতীয় এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটে সৃষ্টি হলো আইপিএলের ইতিহাসের দ্রুততম ফিফটি করার রেকর্ড।
দিল্লি ডেয়ারডেভিলসের করা ১৬৬ রানের জবাবে খেলতে নেমে মাত্র ১৭ বলেই দলীয় ৫০ রান পূরণ করে কিংস ইলেভেন পাঞ্জাব। এর মধ্যে ১৪ বল খেলে একাই ৫১ রান করেন লোকেশ রাহুল। ভেঙে দেন চার বছর আগে ইউসুফ পাঠানের গড়া আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।
২০১৪ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করেন পাঠান। সেই রেকর্ড ভেঙে দিয়ে রোববার সন্ধ্যায় মাত্র ১৪ বলে চারটি চার এবং ছয়টি ছক্কার মারে ৫১ রান করলেন রাহুল। তার ব্যাটে চড়ে প্রথম ম্যাচেই সহজ জয়ের সুবাস পাচ্ছে পাঞ্জাবও।
উল্লেখ্য, ম্যাচ শুরুর সময় মাত্র ১৭ বছর ১১ দিন বয়সে আইপিএল অভিষেক হয় আফগানিস্তান অফস্পিনার মুজিব-উর রহমানের। তার চেয়ে কম বয়সে আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই আর কারোর। এর আগে ১৭ বছর ১৭৭ দিন বয়সে আইপিএল অভিষেক হয়েছিল সরফরাজ খানের।
এসএএস/আইএইচএস/আরআইপি