গেইলের বদলে নেমে মুজিবের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

টি-টোয়েন্টি ফেরিওয়ালা বলা হয় ক্রিস গেইলকে। অথচ ইদানীং ফ্রাঞ্চাইজিগুলোকে সেভাবে আকর্ষণ করতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ওপেনার। আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন, পরে কিংস ইলেভেন পাঞ্জাব তাকে কম মূল্যে দলে ভেড়ালেও নিজেদের প্রথম ম্যাচটিতে বসিয়েই রেখেছে।

মোহালিতে টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন কিংস ইলেভেনের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। একাদশ দেখে অনেকের চোখই ছানাবড়া। ক্রিস গেইলের মতো তারকা ওপেনার নেই! তার বদলে একাদশে আফগানিস্তানে অখ্যাত অফস্পিনার মুজিব উর রহমান।

গেইলের বদলের মাঠে নেমে অবশ্য ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন মুজিব। ১৭ বছর ১১ দিন বয়সে আইপিএল অভিষেক হয়ে গেল তার। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষিক্ত হওয়া ক্রিকেটার এখন তিনিই।

এর আগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে আইপিএলে অভিষেক হয়েছিল ভারতীয় ব্যাটসম্যান সরফরাজ খানের। অভিষেকের দিন তার বয়স ছিল ১৭ বছর ১৭৭ দিন।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।