ভেট্টোরির হাতে জার্সি তুলে দিলো রাজশাহী কিংস
নিউজিল্যান্ডের কিংবদন্তী স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রাজশাহী কিংসের কোচ হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এটা পুরনো খবর। এবার রাজশাহী কিংসের জার্সিও বুঝে নিলেন তিনি।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কোচ হিসেবে চুক্তিবদ্ধ আছেন ভেট্টোরি। এখন আইপিএল চলছে, তাই সাবেক কিউই অধিনায়কও সেখানেই আছেন। শনিবার কলকাতায় তার সঙ্গে দেখা করেন বিপিএল টুর্নামেন্টের সিইও তাহমিদ আজিজুল হক আর ডিরেক্টর আবদুর রাজ্জাক। সেখানেই তার হাতে জার্সি তুলে দেয়া হয়।
২০১৫ সালের বিশ্বকাপের পর অবসরে যাওয়া ভেট্টোরি বিশ্বজুড়েই টি-টোয়েন্টি লিগগুলোতে কোচ হিসেবে কাজ করছেন। আইপিএল ছাড়াও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট এবং ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
বিপিএলের ষষ্ঠ আসর চলতি বছরের অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল এখনও চূড়ান্ত সূচি তৈরি করেনি।
এমএমআর/আরআইপি