২০১১ বিশ্বকাপজয়ী ভারতের এক ক্রিকেটার ফিক্সিংয়ে জড়িত!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৬ এপ্রিল ২০১৮

২০১১ বিশ্বকাপে ভারতের শিরোপা জয় নিয়ে অনেকে অনেক কথাই বলেছেন। অর্জুনা রানাতুঙ্গার মতো শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়কও সন্দেহ প্রকাশ করেছিলেন বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার হারের পর। বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা হয়েছে, এমন প্রমাণ অবশ্য এখনও পাওয়া যায়নি। তবে ওই বিশ্বকাপ দলে থাকা একজন ক্রিকেটারের দুর্নীতির খবরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম 'দি ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর প্রতিবেদনে এসেছে, ২০১১ বিশ্বকাপজয়ী ভারতের এক ক্রিকেটার ম্যাচ ফিক্সিংয়ে চক্রের সঙ্গে জড়িত, এমন তথ্য পেয়ে তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। গত বছর রাজপুতানা প্রিমিয়ার লিগে (আরপিএল) এই চক্র প্রভাব বিস্তার করে রেখেছিল বলে ধারণা তাদের।

ক্লাব ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট নিয়ে এর আগেই তদন্ত শুরু করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিট। তাদের অনুরোধে এখন এটা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে রাজস্থান পুলিশের সিআইডি বিভাগ। সেই অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, ভারতের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করা এক খেলোয়াড় ক্রিকেট দুর্নীতির সঙ্গে জড়িত থাকার জোর সম্ভাবনা রয়েছে।

তবে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। আরপিএল টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিংয়ের মতো দুর্নীতিতে জড়িত থাকার আলামত পাওয়া গেলেও ওই ক্রিকেটার নাকি টুর্নামেন্টের সময় মাঠের বাইরে ছিলেন।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।