টেস্টের বদলে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

টেস্ট ক্রিকেটটা প্রায় মরতে বসেছে। বড় সিরিজ আয়োজনে আর ভরসা পাচ্ছে না দলগুলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ থেকে যেমন একটি টেস্ট কেটে দিলো শ্রীলঙ্কা। তার বদলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আর একটি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

কারণটা অনুমান করা যাচ্ছে সহজেই, ক্রিকেট বাণিজ্য। বাণিজ্যের ছোবলে টেস্টের ঐতিহ্যবাহী ফরমেটটা ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট হিসেব কষে দেখেছে, একমাত্র ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর পাকিস্তানের বিপক্ষে ছাড়া সব টেস্ট সিরিজেই লোকসান গুনতে হচ্ছে তাদের। তার বদলে ওয়ানডে আর টি-টোয়েন্টির দর্শক গ্রহণযোগ্যতা অনেক বেশি।

সূচী পরিবর্তন হওয়ায় গলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ জুলাই প্রথম টেস্ট খেলবে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্ট ২০ জুলাই থেকে কলম্বোতে। এরপর ২৯ জুলাই থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ১৪ আগস্ট খেত্তারামায়।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।