বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেট দলের সঙ্গে সুনীল শেঠি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

সুনীল শেঠির সঙ্গে সময় কাটালেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্যরা। মঙ্গলবার আয়োজকদের আমন্ত্রণে সাড়া দিয়ে মুম্বাইয়ে শারীরিকভাবে অক্ষম এই ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে চলে আসেন খ্যাতিমান এই বলিউড তারকা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত গেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দলের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের জয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ দল। ওই ম্যাচেই সময়ই ভারত আর বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাদের উৎসাহ যোগান সুনীল শেঠি।

sunil2

এমন একটি টুর্নামেন্টের সঙ্গে থাকতে পেরে উচ্ছ্বাসও প্রকাশ করেন সুনীল শেঠি। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, হুইলচেয়ার ক্রিকেটের ধারণাটা দারুণ। যে আয়োজক এবং এনজিও মিলে এই উদ্যোগটা নিয়েছে, তাদের অভিনন্দিত করছি আমি। আমাদের এমন আরও উদ্যোগ নিতে হবে।’

সুস্থ মানুষ হিসেবে সবকিছুই আছে আমাদের, তবে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে, মনে করছেন শেঠি, ‘ঈশ্বরের কৃপায় আমাদের সব কিছু আছে। কিন্তু তাদের উদ্যম এবং কর্মশক্তি দেখে আমরা অনেক কিছুই শিখতে পারি। যখনই আমাকে বলা হলো, দুটি দেশের মধ্যে (বাংলাদেশ আর ভারত) এমন একটি টুর্নামেন্ট আয়োজন হবে, আমি মনে করলাম এখানকার অংশ হতে পারা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হবে।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।