আইপিএলে বল টেম্পারিং নিয়ে সতর্ক কেকেআর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

ক্রিকেট বিশ্বে এখন সেরা আলোচিত বিষয় কি? জানতে চাইলে যে কেউ চোখ বন্ধ করে বলে দেবেন, বল টেম্পারিংয়ের কথা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারিটি ঘটিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এ কারণে প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিস বল টেম্পারিং বিষয়ে অনেক বেশি সতর্ক।

শুধু তাই নয়, আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্সের কোনো খেলোয়াড়ের মধ্যে যেন বল টেম্পারিংয়ের ছায়া না পড়ে, সে দিকে কড়া নজর রাখবেন বলেও ঠিক করেছেন ক্যালিস। মাঠে নামার আগে দলের খেলোয়াড়দের সতর্ক করে দেবেন তিনি, তারা যেন এমন অনৈতিক কাজ করার কথা মাথায়ও না নিয়ে আসে।

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বল টেম্পারিংয়ের ঘটনা সবার চোখ খুলে দিয়েছে বলে মনে করেন কেকেআর কোচ ক্যালিস। কলকাতায় এক হোটেলে কেকেআর ফ্র্যাঞ্চাইজির অনুষ্ঠানে ক্যালিস বলেন, ‘এ ঘটনার পর আমাদেরকে বিষয়টা নিয়ে বসে নিজেদের মধ্যে কথা বলতে হবে। ক্রিকেটটা পরিচ্ছন্ন ভাবে খেলা উচিত। এর স্বচ্ছতা অবশ্যই বজায় রাখা উচিত।’

দলের ক্রিকেটারদের সতর্ক করাটা যে এবার তার একটা বাড়তি দায়িত্ব হতে চলেছে, সেটাও জানান ক্যালিস। তিনি বলেন, ‘আমাদের দলের খেলোয়াড়দের বলব, পরিশ্রম করো, লড়াই করো এবং একই সঙ্গে পরিচ্ছন্ন ক্রিকেট খেলো। এভাবেই আমাদের ছেলেদের মাঠে দেখতে চাই। নিয়মের মধ্যে থেকে, নৈতিকভাবে যতটুকু করার, ততটুকুই করা উচিত। অবশ্য বরাবরই আমরা এ ভাবেই খেলে এসেছি আইপিএলে।’

কেকেআরের সঙ্গে ক্যালিসের সম্পর্ক সেই ২০১১ সাল থেকে। চার বছর নাইটদের জার্সি গায়ে মাঠে নামার পর ২০১৫ সালে দলের ব্যাটিং উপদেষ্টা ও মেন্টরের দায়িত্ব নেন তিনি। পরের বছর থেকে তিনি ট্রেভর বেইলিসের জায়গায় প্রধান কোচের ভূমিকায় চলে আসেন।

ক্রিকেটার হিসেবে দু’বার নাইটদের আইপিএল শিরোপা উপহার দিয়েছেন তিনি। তবে কোচ হিসেবে এখনও সাফল্য পাননি সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। যদিও এ জন্য কোনও আফসোস নেই তার। নাইটদের শিবিরের এই পরিবেশটাই তার সবচেয়ে প্রিয়।

ক্যালিস বলেন, ‘কেপ টাউনের চেয়ে এখন কলকাতাকেই বেশি করে নিজের শহর মনে হয়। আর আমাদের এই দলটা একটা পরিবারের মতো। সুন্দর পরিবেশের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার যাবতীয় উপাদানও রয়েছে। সব কিছু ঠিকঠাক চললে আমরা চ্যাম্পিয়ন হতেই পারি।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।