আমি এখন জাতীয় দলে খেলার জন্য তৈরি না : আশরাফুল

আরিফুর রহমান বাবু
আরিফুর রহমান বাবু আরিফুর রহমান বাবু , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০১ এপ্রিল ২০১৮

তার জাতীয় দলে ফেরা নিয়ে রাজ্যের কথা-বার্তা। ভক্তরা প্রায় জোর করেই তাকে দলে দেখতে চান। জাগো নিউজের সঙ্গে একান্ত আলাপে আশরাফুল সে সম্পর্কে অনেক কথা বলেছেন।

‘আচ্ছা, জাতীয় দলে ফেরা নিয়ে আপনি আসলে কি ভাবছেন? আপনি কি এখন জাতীয় দলে খেলার অবস্থায় আছেন? এ সম্পর্ক আপনার নিজের চিন্তা-ভাবনা ও অনুভব এবং ব্যাখ্যা-বিশ্লেষণ কি?’

এমন সব প্রশ্নে আশরাফুলের সোজা সাপটা ব্যাখ্যা, ‘আমি এখন জাতীয় দলে ফেরা নিয়ে ভাবছি না। ভাবার সুযোগ নেই। আগস্টের আগে জাতীয় দলে ঢুকতে পারবো না। বিসিএলে সুযোগ পেলে ভালো করতে চাই। ‘এ’ টিমে খেলায় কোনো নিষেধ নাই। এ টিমে খেলার অনুমতি আছে। কিন্তু জাতীয় দল ও বিপিএল খেলায় পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। তাই আমি ‘এ’ টিমে সুযোগ পেলে খেলবো। আমাকে ‘এ’ দলে নিলে খেলতে চাই। কিন্তু জাতীয় দলে খেলতে হলে আগে আমাকে শারীরিকভাবে শতভাগ তৈরি হতে হবে।’

ঢাকা লিগে রানের বহর বইয়ে দিচ্ছেন। এক লিগে টানা তিনটিসহ পাঁচ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। তবুও জাতীয় দলের কথা কেন ভাবছেন না? আশরাফুলের উপলব্ধি, ‘আমি রানে ফিরেছি। কিন্তু জাতীয় দলে ফেরার জন্য সেটাই যথেষ্ট বা শেষ কথা নয়। আমার ফিটনেস লেভেল সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো না। আমি বেশ কয়েক বছর জাতীয় দলের বাইরে আছি। আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য যেমন শারীরিক ফিটনেস, সক্ষমতা দরকার, আমার এখন তা নেই। সেটা হার্ডওয়ার্ক আর যথাযথ ট্রেনিং করেই অর্জন করতে হবে।’

জাতীয় দলে খেলার জন্য সেখানে ফিটনেস ট্রেনিংটা খুব জরুরি, মনে করেন আশরাফুল। তিনি বলেন, ‘আমাকে আগে জাতীয় দলে খেলার শারীরিক সক্ষমতা অর্জন করতে হবে। এবং সেটা জাতীয় দলের ফিটনেস ট্রেনিং ক্যাম্পে থেকে। এমনি নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট উপযোগী করে তোলা সম্ভব নয়।’

নিজে থেকে হয়তো খাবার-দাবারের ডায়েট আর পরিশ্রম করা সম্ভব। কিন্তু জাতীয় দলের জন্য সেটা যথেষ্ট নয়, মনে করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, ‘আমাকে হার্ডওয়ার্ক করে ফিটনেস অর্জন করতে হবে। শুধু ডায়েট করে, ওজন আর পেট কমিয়েই নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরারপূর্ব শর্তই হলো শতভাগ ফিট হওয়া। আর সেটা প্রকৃত ও আদর্শ ট্রেনিং ক্যাম্প ছাড়া অর্জন করা সম্ভব নয়। আমার এখন দরকার প্রপার ট্রেনিং ক্যাম্প। আমি খুব ভালো বুঝি ও জানি এখন জাতীয় দলে খেলার বা ফেরার জন্য মোটেই তৈরি না।’

এআরবি/এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।