বল টেম্পারিং : বেনক্রফটকে বাদ দিলো সমারসেট
ক্রমেই পৃথিবী ছোট হয়ে আসছে বল টেম্পারিংয়ে জড়িত অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। স্বদেশি বোর্ডের শাস্তি তো আছেই। বাইরের লিগগুলো থেকেও বিতারিত হচ্ছেন তারা। স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারকে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে। এবার ক্যামেরুন বেনক্রফটকে ছেড়ে দিয়েছে ইংলিশ কাউন্টির দল সমারসেট।
বেনক্রফটের হাত দিয়েই বল টেম্পারিংয়ের কান্ডটি ঘটেছে। পোর্ট এলিজাবেথ টেস্টে স্মিথ আর ওয়ার্নারের প্ররোচনায় শিরিস কাগজ দিয়ে বলের আকৃতি পরিবর্তন করার চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ার তরুণ এই ওপেনার। যার ফলশ্রুতিতে নয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। স্মিথ-ওয়ার্নার নিষিদ্ধ এক বছর।
যেহেতু টেম্পারিং কান্ডের সঙ্গে জড়িত, সেহেতু বেনক্রফটের মতো বিতর্কিত একজনকে বিদেশি খেলোয়াড়ের কোটায় খেলাতে রাজি নয় সমারসেট। অস্ট্রেলিয়ার তরুণ এই ব্যাটসম্যানের দুর্দিনে সাহস জোগালেও তার বিকল্প ভাবার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছেন সমারসেটের ডিরেক্টর অব ক্রিকেট অ্যান্ডি হারি।
হারি বলেন, ‘আমাদের এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, পুরো ঘটনার কেন্দ্রে একটি তরুণ ছেলে। সে বাজে একটি সিদ্ধান্ত নিয়েছে। আমি নিশ্চিত আমরাও অনেকে জীবনে এমন ভুল করি। এখন ক্যামেরুনকে পর্যাপ্ত সমর্থন দেয়া খুব গুরুত্বপূর্ণ। সন্দেহ নেই, সে এটা থেকে শিখবে এবং শক্তভাবে ফিরবে। তবে এই মুহূর্তে আমরা বিদেশি কোটায় মানানসই একজনকে নেব এবং পরবর্তী আপডেট পরে জানাব।’
এমএমআর/পিআর