আশরাফুলের চতুর্থ সেঞ্চুরি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৯ মার্চ ২০১৮

তার দল কলাবাগান ক্রীড়া চক্রের রেলিগেশন প্রায় নিশ্চিত। প্রথম পর্বে মাত্র ৪ পয়েন্ট পেয়ে সবার নিচে থাকা কলাবাগানের প্রিমিয়ারের থাকার সম্ভাবনা শূনের কোঠায়। অগ্রণী ব্যাংক আর ব্রাদার্সের সঙ্গে রিলেগেশন লিগের দুই ম্যাচ জিতলেও লাভ হবে না, কারণ ওই দুই দল প্রথম লিগেই ৪ পয়েন্ট এগিয়ে আছে।

নিশ্চিত বিদায়- এমন সমীকরণ সামনে রেখে ভালো খেলা কঠিন। কিন্তু নিজেকে নতুন করে মেলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ মোহাম্মদ আশরাফুল সেই কঠিন কাজটিই করে দেখালেন। আজ (বৃহস্পতিবার) বিকেএসপির মাঠে রেলিগেশন লিগের প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে সেঞ্চুরি করলেন এ নন্দিত-নিন্দিত ক্রিকেটার।

বলার অপেক্ষা রাখে না প্রথম লিগে ১১ ম্যাচের ১০ ইনিংসে ব্যাট করে তিন সেঞ্চুরির পাশাপাশি এক হাফ সেঞ্চুরি উপহার দিয়ে আবার সবার নজর কারেন আশরাফুল। সুপার লিগে আজ সেঞ্চুরি করে এক লিগে চার শতরানের দুর্দান্ত কৃতিত্বের অধিকারী হলেন আশরাফুল। শুরু থেকে আস্থার সঙ্গে খেলা আশরাফুল ৫০ এ পা রাখেন পাঁচ বাউন্ডারিতে ৭২ বলে। আর তার শত রান পূর্ণ হয় আট চার ও দুই ছক্কায়। এ প্রতিবেদন তৈরির সময় কলাবাগানের রান পাঁচ উইকেটে ২২৯।

এআরবি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।