বিফলে লিটনের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৭ মার্চ ২০১৮

প্রাইম দোলেশ্বরের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন লিটন দাস। কিন্তু জেতাতে পারলেন না দলকে। তার সেঞ্চুরিতে ভর করে লড়াকু পুঁজি গড়লেও ডিপিএলের সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে পাত্তা পেলো না দোলেশ্বর। ম্যাচটি তারা হেরেছে ৫ উইকেটে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ২৫৭ রান তুলেছিল দোলেশ্বর। ১২৬ বলে ৯ বাউন্ডারি আর ২ ছক্কায় ১০৭ রান করে আউট হন লিটন। এরপর ফজলে মাহমুদ ৪৬ আর ইকবাল আবদুল্লাহ মাত্র ২২ বলে হার না মানা ৪২ রান করলেও পুঁজিটা খুব বড় করতে পারেনি দোলেশ্বর।

রূপগঞ্জের পক্ষে নাঈম ইসলাম ২টি আর মোহাম্মদ শহীদ ও আসিফ হাসান নেন ১টি করে উইকেট।

জবাবে দুই ওপেনার আবদুল মজিদ আর মোহাম্মদ নাঈমের দুরন্ত সূচনায় জয়ের ভীতটা পেয়ে যায় রূপগঞ্জ। উদ্বোধনী জুটিতে তারা তুলেছেন ১৪০ রান। মজিদ ৫৮ আর নাঈম ৮৮ রান করে আউট হন। এরপর জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিমও করেন ৩৬ বলে ৪১ রান। ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ।

দোলেশ্বরের পক্ষে ২টি উইকেট নেন ফরহাদ রেজা। একটি করে উইকেট শাহানুর রহমান, ইকবাল আবদুল্লাহ আর ফজলে মাহমুদের।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।