স্বাধীনতা দিবসে সাকিব-মুশফিকদের শ্রদ্ধাঞ্জলি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৬ মার্চ ২০১৮

৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে বাংলাদেশ। নানা আয়োজনে দিনটিকে স্মরণীয় করে রাখতে বীর বাঙ্গালির চেষ্টার কমতি নেই। ১৯৭১ সালে ২৫ মার্চ রাতেই বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাংলাদেশীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। নির্বিচারে গুলি করে হত্যা করেছিল হাজার হাজার মানুষকে। ধর্ষণ করেছিল এদেশের মা-বোনদের। এই দিন থেকেই শুরু হয়েছিল ৯ মাস ব্যাপি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অবশেষে অর্জিত হলো মহান স্বাধীনতা।

মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম এবং জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

Mushfiq-5

নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে সাকিব আল হাসান লিখেন, ‘সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। নিপীড়ণের হাত থেকে আমাদেরকে মুক্ত করতে তাঁরা নিজের জীবন দান করেছেন। আমরা তাঁদের প্রতি আজীবন ঋণী। আমরা যেন তাদের আত্মত্যাগ ভুলে না যাই, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে যেন কাজ করে যাই সবসময়।’ স্ট্যাটাসটি ইংরেজিতেও লিখে দিয়েছেন সাকিব।

মুশফিক তার পেজে লিখেছেন, ‘আমি গর্বিত, আমি স্বাধীন, আমি বাংলাদেশি। নিজেকে এমন একটি দেশের নাগরিক হিসেবে পরিচয় দেয়ার চেয়ে গর্বের আর কিছু নেই; যে দেশটি সংস্কৃতি ও বৈচিত্র্যে ভরপুর এবং অন্যদের প্রতি সৌহার্দপূর্ণ। শুভ হোক জন্মভূমির স্বাধীনতা দিবস।’

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘শুভ হোক স্বাধীনতা দিবস। নিজেকে একজন বাংলাদেশি হিসেবে ভাবতেই গর্ববোধ হচ্ছে।’

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।