তামিমবিহীন পেশোয়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন ইসলামাবাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৬ মার্চ ২০১৮

চোটের কারণে তামিম ইকবাল খেলতে পারেননি। সাব্বির রহমানকে শেষ সময়ে উড়িয়ে নিয়েও একাদশে রাখেনি পেশোয়ার জালমি। ব্যাটিংটা তাই বেশ দুর্বল হয়ে পড়ে পেশোয়ারের। শেষপর্যন্ত এই ব্যাটসম্যানদের জন্যই ফাইনালটা হারতে হয়েছে তাদের। ড্যারেন স্যামির দলকে ৩ উইকেটে হারিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড।

টসে জিতে ব্যাটিং নিয়েও খুব একটা সুবিধা করতে পারেনি পেশোয়ার। ৩৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলা দলটি নিয়মিত বিরতিতেই উইকেট খুইয়েছে। মাঝে ক্রিস জর্ডান আর লিয়াম ডসন একটু চেষ্টা করেছিলেন। জর্ডান ২৬ বলে ৩৬ আর ডসন ৩০ বলে ৩৩ রান করে ফেরার পরই বড় স্কোর গড়ার স্বপ্নটা ভেঙে গেছে পেশোয়ারের। শেষদিকে ওয়াহাব রিয়াজ ১৪ বলে ২৮ রানের ঝড় তুলে দলকে ৯ উইকেটে ১৪৮ রানের পুঁজি এনে দিয়েছেন।

জবাবে উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় ইসলামাবাদ। লুক রঞ্চি আর শাইবজাদা ফারহান এই জুটিতে তুলেন ৯৭ রান। ২৬ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৫২ রান করেন রঞ্চি। ৩৩ বলে ৪৪ করে আউট হন ফারহান। এরপর অবশ্য ১১৬ রানের ৬ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে গিয়েছিল ইসলামাবাদ। মাত্র ৬ বলে ৩ ছক্কায় হার না মানা ২৬ রানে সেই বিপদ কাটিয়ে দলকে চ্যাম্পিয়ন করার আনন্দে ভাসিয়েছেন লোয়ার অর্ডারের আসিফ আলী।

তবে ফাইনালসেরা হয়েছেন লুক রঞ্চি। টুর্নামেন্টসেরার পুরস্কারও উঠেছে নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের হাতে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।