ভারতে আফগানিস্তানকে হারিয়ে সমতায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৫ মার্চ ২০১৮

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হেরে বড়সড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ ক্রিকেট দল। তবে দ্বিতীয় ওয়ানডেতেই স্বরুপে ফিরেছে ক্ষুদে টাইগাররা। ভারতের নয়দা স্পোর্টস কমপ্লেক্সে আফগানদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে তারা।

টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিল আফগানিস্তান। তবে মেহেদী হাসান অনি আর মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং তোপে (দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট) ৪৪.২ ওভারে ১২১ রানেই গুটিয়ে যায় আফগানদের ইনিংস।

জবাবে ৩৩ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ। দুই ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল (৩৭) আর মো. তাহসিনের (৩৪) ৭৩ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত পেয়ে গিয়েছিল যুবারা। এরপর পারভেজ হোসেন ইমন (অপরাজিত ২৩) আর অমিত হাসান (অপরাজিত ২৪) বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন।

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের মো. তাহসিন। অফস্পিন বোলিংয়ে ২৪ রানে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৪ রান করায় এই পুরস্কার জিতেছেন তিনি।

দুই দলের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ একই ভেন্যুতে আগামী ২৭ মার্চ। এই ম্যাচটি এখন পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।