ছয় সপ্তাহ তামিমকে ক্রিকেট না খেলার পরামর্শ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৫ মার্চ ২০১৮

হাঁটুর চোটটা নিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরাসরি ব্যাংকক চলে গিয়েছিলেন তামিম ইকবাল। সেখানে তার চোটের অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেছেন চিকিৎসকরা। টাইগার ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদই দিয়েছেন তারা। চিকিৎসকের পরামর্শ, অন্ততপক্ষে পাঁচ থেকে ছয় সপ্তাহ যেন মাঠে না নামেন দেশসেরা এই ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র জানিয়েছে, এমআরআই স্ক্যানে হাঁটুর অবস্থা খুব ভালো আসেনি। চিকিৎসকরা বলেছেন, এই অবস্থায় পুনর্বাসনে থাকাই সঠিক সিদ্ধান্ত হবে তামিমের জন্য।

তবে এরপরও সোমবার একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর কথা। তিনিই তামিমকে জানিয়ে দেবেন, পরবর্তীতে কি করতে হবে। মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে বাঁ-হাতি এই ওপেনারের।

প্রসঙ্গতঃ অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ সার্জন ডেভিড ইয়ংকে দেখিয়ে আসার পর থেকে অনেক দিন ধরেই হাঁটুতে একটু আধটু ব্যথা পাচ্ছিলেন তামিম। এর মধ্যেই খেলা চালিয়ে গেছেন। তবে এবার ব্যথাটা হঠাৎ বেড়ে যাওয়ায় লাহোরে পিএসএলের খেলা রেখেই ব্যাংককে যেতে হয়েছে এই ওপেনারকে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।