বল টেম্পারিংয়ের অপরাধ স্বীকার স্মিথের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৫ মার্চ ২০১৮

বল টেম্পারিং ক্রিকেটে নতুন কিছু নয়। অনেকে ম্যাচেই এমন হয়েছে। কেপ টাউন টেস্টের প্রথম দিনেই প্যাট কামিন্সের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছিল। তৃতীয় দিনেও উঠলো একই বিতর্ক, এবার অপরাধী ব্যানক্রফট। তবে এবার নিজেদের দায় স্বীকার করে নিলেন অজি অধিনায়ক স্মিথ। শুধু স্মিথই নন নিজের ভুলের দায় স্বীকার করেছেন ওপেনার ব্যানক্রফটও।

কেপ টাউন টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনের সময় ঘটনা। টিভিতে ধরা পড়ে, হলুদ কাপড়ের মত কিছু একটা পকেট থেকে বের করেছিলেন ব্যানক্রফট। পরে সেটি লুকানোর চেষ্টা করেন তার ট্রাউজারের ভেতরে।

বল টেম্পারিংয়ের চেষ্টা করার সিদ্ধান্তটি ছিল দলীয়, সেটি স্বীকার করে অধিনায়ক স্মিথ বলেন, ‘লাঞ্চের সময় আমরা কথা বলেছিলাম। তবে যা হয়েছে, তা নিয়ে আমি গর্বিত নই। আমার এবং দলের ও লিডারশিপ গ্রুপের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে। খেলার চেতনার সঙ্গে এটি যায় না। অবশ্যই এটা করা উচিত হয়নি। আমার নেতৃত্বে আর এমন হবে না।’

এদিকে বল টেম্পারিংয়ের সঙ্গে শুধু দলই না কোচ ড্যারেন লেম্যানও জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তবে এমন অভিযোগ উড়িয়ে দিলেন স্মিথ। তিনি জানান, ‘কোচদের কেউ সম্পৃক্ত ছিল না। এটা ক্রিকেটার ও লিডারশিপ গ্রুপেরই ভাবনা। প্রতিশ্রুতি দিচ্ছি, আর হবে না। আমি নিশ্চিত করে বলছি যে আমার নেতৃত্ব এটা প্রথমবার হলো। আমরা অনুতপ্ত।’

এদিকে স্মিথ দায় স্বীকার করে অনুতপ্ত হলেও হুমকিতে পড়েছে তার অধিনায়কত্ব। আইসিসির অভিযোগের বাইরেও এই ঘটনা নিয়ে আলাদা করে তদন্তের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রয়োজনে দৃষ্টান্তমূলক শাস্তির পথ বেছে নেবে বোর্ড, জানিয়েছে প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।

তবে অধিনায়কত্ব ছাড়ার কথা ভাবছেন না স্মিথ। নিজের পদত্যাগ নিয়ে স্মিথ বলেন, ‘আমি পদত্যাগের কথা বিবেচনা করছি না। আজ আমার দিক থেকে, লিডারশিপ গ্রুপের দিক থেকে ছিল বড় একটা ভুল। তবে পরিস্থিতির নিয়ন্ত্রণ আমাকেই করতে হবে। আমি অবশ্যই অনুতপ্ত। এখান থেকে শিখে আমি ঘুরে দাঁড়াব।’

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।