স্বাধীনতা দিবসে প্রদর্শনী ম্যাচ খেলবেন সাবেকরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ২৫ মার্চ ২০১৮

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ (সোমবার) সাবেক ক্রিকেটারদের নিয়ে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল দুই ভাগে বিভক্ত হয়ে এ ম্যাচে অংশ নেবে।
টি-টোয়েন্টি ফরমেটের ম্যাচটি অনুষ্ঠিত হবে শেরে বাংলা স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়। এরই মধ্যে দুই দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বিসিবি।

লাল দল: হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার, নাঈমুর রহমান দুর্জয়, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, এনামুল হক মনি, মোহাম্মদ আলী, জাকির হাসান, তালহা জুবায়ের, ফাহিম মুনতাসির সুমিত, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম ও মঞ্জুরুল ইসলাম

ম্যানেজার: আজহার হোসেন শান্ত
কোচ: গোলাম ফারুক চৌধুরী সুরু

সবুজ দল: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, রফিকুল ইসলাম খান, হাসানুজ্জামান ঝরু, মুশফিকুর রহমান বাবু, মোরশেদ আলী খান, আলমগীর কবির, আনোয়ার হোসেন মনির, শফিউদ্দিন আহমেদ বাবু, ফয়সাল হোসেন ডিকেন্স, শফিউল্লাহ খান জেম, মিজানুর রহমান বাবুল ও ফারুক আহমেদ

ম্যানেজার: রকিবুল হাসান
কোচ: ওয়াহিদুল গনি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।